আমরা সেবা মেডিকেল হল -এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই । আপনাদের সহযোগিতা ও উপস্থিতির জন্য আমাদের বিনামূল্যে স্বাস্থ্য ও দন্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই উদ্যোগকে আরও সার্থক করেছে।
বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত চিকিৎসকগণ - সুগার বিশেষজ্ঞ: ডা: ঋতম রায়, চর্মরোগ বিশেষজ্ঞ: ডা: স্বাগত পোদ্দার, অস্থি রোগ বিশেষজ্ঞ: ডা: শুভ্রদীপ বাড়ৈ ও দন্তরোগ বিশেষজ্ঞ: ডা: মৈনাক বোস, যাঁরা নিজেদের মূল্যবান সময় ও অভিজ্ঞতা দিয়ে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টার ফলে বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়েছেন।
এছাড়াও, যারা বিনামূল্যে RBS, HbA1C ও Lipid Profile Test - এর সুবিধা দিয়েছেন, তাঁদের প্রতিও রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।
এই শিবিরের মাধ্যমে আমরা সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ নিয়ে আসার চেষ্টা করবো।
সবশেষে আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করি । আমাদের পাশে থাকুন, আসুন সবাই মিলে আগামী দিনেও একসঙ্গে এগিয়ে চলি।
~ সেবা মেডিকেল হল